
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার পা রাখছেন বড় পর্দায়। দীর্ঘদিন ছোটপর্দায় সাফল্যের সঙ্গে কাজ করলেও সিনেমায় অভিনয়ের জন্য পাওয়া প্রস্তাবগুলোর গল্প তার মন মত না হওয়ায় ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার খুঁজে পেয়েছেন নিজের পছন্দের গল্প—আর সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছেন সম্মতি।
তবে এ যাত্রা ঢালিউডে নয়, তানজিন তিশার সিনেমা অভিষেক হচ্ছে টালিউডে। আর প্রথম ছবিতেই তিনি জুটি বাঁধছেন বলিউডের ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমন জোশির সঙ্গে।
‘ভালোবাসার মরসুম’ নামের এই রোমান্টিক ঘরানার ছবিটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ, যিনি এর আগে জিৎকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘রাবন’ সিনেমা।
পরিচালক নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, গত সপ্তাহে তিনি ও সিনেমাটির কাস্টিং ডিরেক্টর শরিফ ঢাকায় এসে তানজিন তিশাসহ দেশের কয়েকজন অভিনেত্রীর সঙ্গে বৈঠক করেন। নানা দিক বিবেচনা করে অবশেষে তানজিন তিশাকে ছবির প্রধান চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়।
সিনেমার গল্পে তিশা অভিনয় করবেন ‘হিয়া’ নামের একটি চরিত্রে। অন্যদিকে শারমন জোশিকে দেখা যাবে একজন অধ্যাপকের ভূমিকায়। বাংলাদেশের তরুণ অভিনেতা খাইরুল বাশারকেও ছবিতে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা।
শুটিং শুরু হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায়। প্রথম ধাপে টানা ২৩ দিন দৃশ্যধারণ চলবে। এরপর অক্টোবর মাসে মুর্শিদাবাদে হবে দ্বিতীয় ধাপের শুটিং। নির্মাতা জানান, ছবিটি ২০২৬ সালের ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।
তানজিন তিশার এই টালিউড অভিষেককে ঘিরে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে জোরালো উত্তেজনা দেখা দিয়েছে। ছোটপর্দার এই তারকার বড় পর্দার যাত্রা কেমন হয়, তা এখন সময়ই বলে দেবে।