প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

তিনজন আবারও একসঙ্গে

ইউ বি টিভি ডেস্ক

দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় তিন তারকা—মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান। দর্শকদের মুখে হাসি ফোটানোয় তাদের জুড়ি নেই। পর্দায় তারা যখন এক হন, হাসির ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়—তা আর বলার অপেক্ষা রাখে না।
এই ত্রয়ী আবারও একসঙ্গে হাজির হচ্ছেন টিভি পর্দায়। এবার দেখা যাবে নতুন ধারাবাহিক নাটকে, নাম ‘শাদি মোবারক’। নাটকটি রচনা করেছেন আহাম্মেদ শাহাবুদ্দিন, আর পরিচালনায় রয়েছেন শামীম জামান নিজেই।
মজার ব্যাপার হলো, নতুন এই নাটকে তিনজন অভিনয় করেছেন তিন ভাইয়ের চরিত্রে। গল্পে দেখা যাবে—বড় ভাইয়ের বিয়ে আটকে থাকায়, পিছিয়ে যায় মেজো ও ছোট ভাইয়ের বিয়ের পরিকল্পনা। আর এই নিয়েই শুরু হয় একের পর এক মজার কাণ্ড!
নাটকটির শুটিং শেষ হয়েছে গত বছরের নভেম্বরেই। এবার শুরু হচ্ছে সম্প্রচার। জানা গেছে, আগামী ৩ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে ধারাবাহিকটি।
এই নাটকে আরও আছেন মিম চৌধুরী, রোবেনা রেজা জুঁই, জয়রাজসহ আরও অনেকে।
দর্শকপ্রিয় এই তিন তারকাকে আবার একসঙ্গে দেখে হাসির ভাণ্ডার যে খুলে যাবে, তা বলাই যায়। ‘শাদি মোবারক’-এ তারা ঠিক কতটা জমাতে পারেন, এখন শুধু সেই অপেক্ষা।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন