
বগুড়া জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ফাহিম আল ইবনে রাব্বী উজ্জ্বল বাংলাদেশ কে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, আজকের বাংলাদেশে তারেক রহমানের নাম উচ্চারিত হলে লাখো কোটি দেশপ্রেমিক মানুষের হৃদয়ে এক অনন্য আশার আলো জ্বলে ওঠে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের উত্তরাধিকারী, তিনিই বেগম খালেদা জিয়ার হাতে গড়া স্বপ্নের বাংলাদেশকে পূর্ণতা দিতে পারেন বলে বিশ্বাস করে দেশের প্রতিটি জাতীয়তাবাদী শক্তি। তারেক রহমান আজ আর শুধুমাত্র বিএনপির নেতা নন, তিনি প্রমাণ করেছেন— এই দেশের গণতন্ত্র, মানুষের অধিকার আর স্বাধীন মত প্রকাশের এক শক্তিশালী প্রতীক।
দেশজুড়ে যখন মানুষের ভোটাধিকার হরণ, বাক-স্বাধীনতা হরণ আর মিথ্যা মামলার জালে হাজার হাজার নেতাকর্মী নিপীড়িত— তখনই মানুষ আবার নতুন করে তাকিয়ে থাকে তারেক রহমানের দিকে। এই নেতা দেশের মাটি থেকে দূরে থেকেও দিন-রাত দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন। তিনি তারুণ্যের অদম্য প্রেরণা, সাহস আর স্বপ্নকে একসাথে বয়ে নিয়ে চলেছেন। তারেক রহমানই একমাত্র নেতা যিনি শত বাধা, শত ষড়যন্ত্র অতিক্রম করেও কোটি মানুষের মনে স্থায়ী আসন গড়ে নিতে পেরেছেন।
আজকের প্রজন্ম বিশ্বাস করে, তারেক রহমান ফিরলে এ দেশের রাজনীতিতে সত্য ও ন্যায় আবার ফিরবে। লুটপাট-দুর্নীতি-অনিয়মের রাজনীতির অবসান হবে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আমাদের পল্লীগ্রাম, শহর, উপজেলা, জেলা— সর্বত্রই নতুন করে উন্নয়নের ধারা শুরু হবে। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প ও কৃষি— প্রতিটি ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে নতুন বাংলাদেশ।
তারেক রহমান শুধু রাজনীতিক নন, তিনি একজন চিন্তাশীল, মানবিক নেতা। তার রাজনৈতিক দর্শন ‘জাতীয়তাবাদ, গণতন্ত্র ও আর্থ-সামাজিক উন্নয়ন’— এই তিন ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তিনি বিশ্বাস করেন, দেশের সবচেয়ে বড় শক্তি দেশের মানুষ আর দেশের যুবসমাজ। তাই তারেক রহমান বারবার নতুন প্রজন্মকে রাজনীতির মঞ্চে এনে দিয়েছেন নতুন শক্তি, নতুন স্বপ্ন।
আজ দেশের প্রতিটি ছাত্রদল নেতা, যুবদল কর্মী, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল— সবাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশের অগণিত মানুষ এক কণ্ঠে উচ্চারণ করছে— “তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে।”
কারণ এই শ্লোগান কোনো ফাঁকা বুলি নয়, এটি কোটি মানুষের বুকের ভেতর জমে থাকা আর্তি ও বিশ্বাসের প্রতিধ্বনি। সময়ের প্রয়োজনে তারেক রহমানই এই দেশকে নতুন করে জাগিয়ে তুলবেন, এই দেশের মানুষের মুখে আবার হাসি ফোটাবেন, এটাই আজকের শপথ।
আসুন, আমরা সবাই একসাথে বলি— জয় হোক তারেক রহমানের নেতৃত্বের, জয় হোক শহীদ জিয়ার আদর্শের, জয় হোক এই দেশের আপামর জনতার অধিকার ও স্বাধীনতার। তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশ নতুন সূর্যোদয় দেখবে— বাংলাদেশ হাসবেই।