প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

জলঢাকায় উপাধ্যক্ষের রুম ভাংচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : নীলফামারীর জলঢাকায় শিমুলবাড়ি সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ আব্দুল হান্নানের অফিস রুম ভাঙচুরের অভিযোগ। গত ১৭/০৭/২৫ ইং তারিখে অত্র কলেজের হাইকোর্টের রায় স্থকিত কৃত অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমান রাগ করে ও ক্ষোভের বশত আমার অফিস-রুমের মাঝখানের পাটিশন দেওয়ালটি ভেঙ্গে দেয়।বর্তমানে অত্র কলেজে উপাধ্যক্ষ হিসেবে আমার কোন কক্ষ নেই।এমন অবস্থায় আমি কলেজের বাহিরে বসে অফিস করিতেছি। এই কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান বলেন আমার বসার অফিসের রুমের পার্টিশন দেওয়ালটি সরানোর সময় আমাকে জানানো হয়নি, এবং সেখানে আমার অনেক গুরুত্বপূর্ণ কাগজ পাতি ও নথিপত্র ছিল সেগুলো আমি খুঁজে পাচ্ছি না এসব কাগজপতিও নথিপত্র আমার চাকরি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আব্দুল হান্নান আরো বলেন, ইতিমধ্যে আমার অফিস কক্ষ ভাঙ্গার বিষয়টি স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছি। তিনি আরো বলেন হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও করে এ কে এম সিদ্দিকুর রহমান কলেজে অবৈধভাবে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছে, এবং কলেজের আর্থিক লেনদেন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে কলেজের শিক্ষক ও কর্মচারীদের মধ্যে বিভিন্ন মত তৈরি হচ্ছে এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই আমি ইতিমধ্যে অবৈধভাবে ক্ষমতা আকড়ে ধরে থাকা অধ্যক্ষের দায়িত্ব পালন করার বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কে অবগত করেছি এবং মহামান্য হাইকোর্ট যে সিদ্ধান্ত দিবে সেই রায় বহাল হবে। তাই আমি শিক্ষা মন্ত্রণালয়কে দৃষ্টি আকর্ষণ করছি এবং শিক্ষা মন্ত্রণালয়ের যথাযথ পদক্ষেপ আশা করছি।এবং এমনকি অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমান আমার বেতনও বন্ধ করে দেন,পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সাংবাদিক মিডিয়ার মাধ্যমে আমার বেতন টি খুলে দেন।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন