প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ভাঙ্গুড়ায় চুরি বিতর্কে বাঁশের লাঠির আঘাতে আহত ১

আব্দুল আজিজ

পাবনার ভাঙ্গুড়া পুকুরের মাছ ও পুকুর পাড়ে ভাওরে থাকা জিনিস পত্র চুরি করাকে কেন্দ্র করে রহুল বিলের উত্তর পাশে পোয়াল বিলে হাজী আবু ইউনুস নামের এক ব্যক্তিকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেছে ছাইদুর ও রাজিব নামের দুই ব্যক্তি।

আহতের নাম হাজী মোঃ আবু ইউনুস (৫৫), তিনি পার-ভাঙ্গুড়া ইউনিয়ন রাঙ্গালিয়া গ্রামের মৃত আকবর প্রামানিকের ছেলে।

বুধবার (২৪ জুলাই) বাদ মাগরিব আনুমানিক সাড়ে ৭টার দিকে ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্র করে হাজী আবু ইউনুসের ছেলে মোঃ আব্দুর রহিম ভাঙ্গুড়া থানায় দুই জনের নাম উল্লেখ করে একজনকে অজ্ঞাত নামা করে লিখিত অভিযোগ করেছেন।

আহত হাজী আবু ইউনুসের ছেলে মোঃ আব্দুর রহিম জানান,পুকুরের মাছ চুরি ও পুকুর পাড়ে ভাওরে থাকা জিনিস পত্র চুরি করার কথা বলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে ছাইদুর ও ছাইদুরের ছেলে রাজিব এবং অজ্ঞাতনামা ব্যক্তি হাজী আবু ইউনুসকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকে, পরে তার মাথার ওপরে ও শরীরের বিভিন্ন জায়গায় বাঁশের লাঠি দিয়ে সজোরে আঘাত করে,এতে তিনি আঘাত প্রাপ্ত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলমান রয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছেন ভাঙ্গুড়া থানার এ এস আই জালাল উদ্দীন।

 

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন