প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

গোবিন্দগঞ্জে র‍্যাবের উপর হামলার ঘটনায় ৮৮ জনের বিরুদ্ধে মামলা

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যাবের অভিযানে হামলার ঘটনায় ৮৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চাঁদপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মুন্না মিয়া (২১) ও একই এলাকার মৃত তোফালের হোসেনের ছেলে তাজুল ইসলাম (৩২)।

শুক্রবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

এর আগে র‍্যাবের পক্ষ থেকে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়ায় র‍্যাব একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র‍্যাবের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করেছে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন