
🙂👍🏻পাওয়ার হিটিংয়ে নতুন কোচ আনছে বিসিবি!
❤️সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা কাটাতে ব্যাটারদের জন্য পাওয়ার হিটিং কোচ আনছে বিসিবি। আইপিএলে পাঞ্জাব কিংসের সঙ্গে কাজ করা জুলিয়ান উডকে বাংলাদেশে আনার পরিকল্পনা চলছে।
🙂👍🏻বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, আলোচনা চলছে, সব ঠিক থাকলে আগস্টে ক্যাম্পে যোগ দেবেন তিনি।