প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

শান্তি প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন—ড. মোস্তফা ফয়সাল পারভেজ

এস এম সালমান হৃদয়, বগুড়া

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

দলীয় পূর্বপ্রার্থী ও কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাওলানা তায়েব আলী হুজুরের আকস্মিক মৃত্যুতে জামায়াত ইসলামী নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করে ড. ফয়সাল পারভেজকে। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি সর্বপ্রথম মরহুম তায়েব আলী হুজুরের কবর জিয়ারত করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

এরপর কাহালু ও নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তিনি। রাস্তাঘাটে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

গণসংযোগকালে তিনি বলেন—
“আগামী দিনে কাহালু-নন্দীগ্রামে মানুষের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন। চলুন আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।”

স্থানীয় জনগণের মধ্যে ড. মোস্তফা ফয়সাল পারভেজের প্রার্থিতা নিয়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে। তাঁর শিক্ষাগত যোগ্যতা, শালীনতা ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বকে এলাকাবাসী আশাবাদী চোখে দেখছেন।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন