
আমি একটা অগোছালো মানুষ চাই যে আমার এলোমেলো জীবনকে সাদরে গ্রহণ করবে।
আমি একটা আলাপি মানুষ চাই যার সামনে আমাকে বোবা হয়ে থাকতে দেবে না।
আমি একটা ভাদাইম্যা মানুষ চাই যে আমার অস্থিরতা কে অনায়াসে প্রশ্রয় দেবে।
আমি একটা ঘুম পাগল মানুষ চাই যেন আমি ঘুমালে বকা না দেয়।
আমি একটা ভবঘুরে মানুষ চাই যেন আমাকে চারদেয়ালে বন্দী না করে।
আমি একটা মানুষ চাই যার হাতে অফুরন্ত সময় থাকে যেন আমায় একাকিত্বের চাদরে মুড়িয়ে থাকতে না হয়।
আমি একটা আবেগি মানুষ চাই যেন আমি কখনো বোরিং ফিল না করি।
আমি এমন একটা মানুষ চাই যার সাথে আমাকে দেখে সবার হিংসা হয়।
আমি এমন একটা মানুষ চাই যার ঘরে বৌ নাই।
আমি জানি এ জগতে তার সন্ধান আমি কখনোই পাবো না।