
যে যাই বলুক না কেন আমি মনে করি, রাগের সময় মানুষ মনের মধ্যে পুষে রাখা কথাটাই বলে।
এমনি সময় একটা মানুষ আপনাকে যে কথাটা বলতে পারবে না ভদ্রতার খাতিরে, সম্পর্কের খাতিরে, চক্ষু লজ্জায়। ঝগড়ার সময় রাগের মাথায় সে কথাটা অনায়াসেই বলতে পারে।
তাই আমি মনে করি প্রিয়জনের মনের কথা জানার জন্য মাঝে মাঝে তাকে একটু রাগিয়ে পরক করে নেওয়াটাই উচিত।
এটা আপনার জন্যই ভালোই হবে, আর যাই হোক অন্ধ বিশ্বাস করে ঠকতে হবে না।