প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা চান্না মন্ডল গ্রেফতার

মামুনুর রহমান, ঈশ্বরদী,পাবনা

মামুনুর রহমান, ঈশ্বরদী,পাবনা: বৈষম্য বিরোধী একদফা আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা মামলায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল (৭০) কে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। সে ঈশ্বরদী শহরের পূর্ব টেংরী স্টেশন রোডের মৃত আব্দুস সাত্তার মন্ডলের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশে, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এর সার্বিক তত্ত্বাবধানে এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নূর এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ১৬ জুলাই’২৫ রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের সময় উপরে উল্লেখিত নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ঈশ্বরদী থানার ১০(৮)২৪ নং মামলার তদন্ত প্রাপ্ত আসামি। আজ সকালে গ্রেফতারকৃত আসামী চান্না মন্ডলকে পাবনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন