প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

কাহালুতে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

এস এম সালমান হৃদয়, বগুড়া

বগুড়ার কাহালুতে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০) কে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে এ.এস.আই মোঃ মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ জাহাঙ্গীর হোসেন, পিতা মোঃ ফজলুল বাড়ী, সাং- উত্তর কর্নিপাড়া, থানা- কাহালু, জেলা- বগুড়া। তাকে কাহালু থানাধীন ২ নম্বর কালাই ইউনিয়নের অন্তর্গত কর্নিপাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার মামলা নম্বর এনজিআর ৫৫৫/২০২০-এ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিরাজগঞ্জ কর্তৃক তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। গত ৬ নভেম্বর ২০২৩ তারিখে রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারের পর কাহালু থানা পুলিশ তাকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন