প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

মাহবুব আরা গিনি ৩ দিনের রিমান্ডে

ইউ বি টিভি ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধার সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে তিন দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মজিবর রহমান ভূইয়া এ রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নেন। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে সিজেএম আদালতের বিচারক রাবেয়া বেগম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার রাতে গাইবান্ধা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন