
সিরাজগঞ্জের তাড়াশে নৃত্যশিল্পীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—তাড়াশ উপজেলার চককলামুলা গ্রামের কফিল উদ্দিন (২৫) ও বগুড়ার শেরপুর উপজেলার দেওড়া পাড়ার এনামুল হক এনা (২৫)।
রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় বগুড়ার শাহজাহানপুর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এর আগে ঘটনার পরদিনই মামলার আরেক আসামি রফিকুল ইসলাম (৪৪) কে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
পুলিশ ও মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত ১৫ মে বগুড়ার শেরপুর থেকে অনুষ্ঠান উপলক্ষে নৃত্য পরিবেশনের কথা বলে ২০ বছর বয়সী এক নৃত্যশিল্পীকে তাড়াশে নিয়ে যায় অভিযুক্তরা। পরে রানীরহাট উচ্চ বিদ্যালয়ের পাশে নির্জন এলাকায় তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, এনামুল হক এনাসহ আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি।
পরদিন (১৬ মে) ভুক্তভোগী শিল্পী তাড়াশ থানায় মামলা করেন। এতে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুজনকে আসামি করা হয়। মামলাটি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, “তথ্য প্রযুক্তির সহায়তায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”