প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

মুন্সীগঞ্জে মা হত্যার দায়ে পুত্রের আমৃত্যু কারাদণ্ড দিলেন আদালত

মুন্সিগঞ্জ প্রতিবেদক

মুন্সিগঞ্জ প্রতিবেদক – মুন্সীগঞ্জে মা জাহানারা বেগমকে (৬০) হত্যার দায়ে পুত্র শরীফ রতনকে (৩২) আমৃত্যু কারাদণ্ড দিয়েছে মুন্সীগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-১। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) মুন্সীগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এই রায় প্রদান করেন। দণ্ডবিধি ৩০২ ধারায় মা হত্যার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে এই শাস্তি প্রদান করা হয়। আর ৩২৬ ধারায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আসামির হাজতবাসের সময় সিআরপিসির ৩৫(এ) ধারা অনুযায়ী মূল সাজা হতে বাদ যাবে। একই সঙ্গে আদালত মামলার জব্দকৃত আলামত বিধি মোতাবেক ধ্বংস করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর এলাকায় এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। মাদক সেবনের টাকার জন্য মা জাহানারা বেগমের কাছে টাকা দাবি করে ছেলে জাহান শরীফ রতন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে সে ধারালো বটিদা দিয়ে উপর্যুপরি কোপ মেরে মাকে হত্যা করে। এ সময় ছোট বোন মনি আক্তার মাকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে সে।

ঘটনার পর স্থানীয়রা পুলিশকে জানালে তারা উপস্থিত হয়ে অভিযুক্ত রতনকে গ্রেফতার করে। পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং আহত মনি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়।

গ্রেফতারকৃত আসামি জাহান শরীফ রতন স্থানীয় লোকজনের সামনে নিজের অপরাধ স্বীকার করে। মামলায় সাক্ষ্য, ফরেনসিক রিপোর্ট ও সাক্ষীদের জবানবন্দিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় বলে জানান আদালত।

এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর নিহতের পরিবার কিছুটা হলেও বিচারিক স্বস্তি পেয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন