
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ রেক্টিফাইড স্পিরিটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৪ জুলাই ২০২৫) বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে আরিফা আক্তার (২৫) নামে ওই নারীকে আটক করা হয়। অভিযানের সময় তার স্বামী মো. হামিদুল ইসলাম (২৬) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযানে তাদের ঘরের শয়নকক্ষ থেকে তিনটি বড় কার্টুনে রাখা মোট ৮৪০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ২৫.২ লিটার। উদ্ধারকৃত স্পিরিটের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
এ ঘটনায় ফুলছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে ডিএনসি সূত্রে জানা গেছে।
মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।