প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

মেকআপ না থাকলেও আত্মবিশ্বাস থাকুক

ইউ বি টিভি ডেস্ক

বাঁধন। একজন জনপ্রিয় অভিনেত্রী, একজন মা, একজন সংগ্রামী মানুষ এবং তার চেয়েও বড় কিছু, একজন মানবিক আত্মা। আজ তিনি নিজের একটি মেকআপ ছাড়া ছবি তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। কোনো বাহারি সাজ নেই, নেই ঝলমলে আলো, আছে শুধু এক টুকরো সত্য আর সাহস। 👏
সমাজের চোখে “পারফেকশন” মানেই ফিল্টার আর প্রসাধনীতে ঢেকে রাখা মুখ। কিন্তু বাঁধন দেখিয়ে দিলেন, নিজেকে ভালোবাসার শুরুটাই হয় নিজেকে গ্রহণ থেকে।
একটা কথা মনে রাখা দরকার, মেকআপ থাকা মানে আত্মবিশ্বাস নয়, আর মেকআপ না থাকাও মানে দুর্বলতা নয়। মেকআপ হচ্ছে পছন্দের ব্যাপার, কিন্তু নিজেকে ভালোবাসা হচ্ছে চেতনার বিষয়।
বাঁধনের এই পোস্ট আমাদের মনে করিয়ে দেয়, বয়স হোক, ব্রণ হোক, দাগ হোক কিংবা গ্ল্যামার না থাকুক- নিজেকে ভালোবাসুন। কারণ আসল সৌন্দর্য আত্মবিশ্বাসে। 👌
তাকে এমন সাহসী বার্তার দেওয়ার জন্য ধন্যবাদ।🙏
আপনার চোখে কোনটা বেশি সুন্দর?
মেকআপে বাঁধন, নাকি বাঁধন নিজের মতো করে?

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন