
আমরা অত্যন্ত দূঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, মরহুম আব্দুস সোবহান খান চৌধুরীর মেজ পুত্র সাবেক কমিশনার জনাব আব্দুল আনিস খান চৌধুরী (বকুল) আজ বিকাল আনুমানিক ৪.০০ টার সময় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ই-লাইহি রজিউন। তিনি দুরারোগ্য ক্যান্সার ব্যধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি মৃত্যুর সময় স্ত্রী এক পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। মরহুমের নামাজের জানাজা সাতক্ষীরাতে অনুষ্ঠিত হবে। সময় পরে জানিয়ে দেওয়া হবে। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।