প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

স্বপ্নগুলোর তবে কী হলো?

গাজী মনি

“আপনার বয়স পঞ্চাশ মানেই আপনার অন্তত দুই / তিনটা মন ভাঙার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে,সেই মানুষটা অথবা সেই মানুষগুলো অনেক ভাল আছে। আর আপনার তখন মনে হবে দিজ ইজ নট ফেয়ার। কিন্তু আপনাকে সেটা ও মেনে নিতে হবে। কারন আপনি ম্যাচিউরড।
কিন্তু তারপরে ও তো কথা থেকে যায়! মাঝেরাতে ঘুম ভাঙলে কাউকে প্রশ্ন করতে ইচ্ছে হয়, আমাদের একসাথে দেখা স্বপ্নগুলোর তবে কী হলো? কোথায় হারালো?”
বাস্তব জীবনে অনেকের গল্পই এমনই হয়। জন্মদিনে জ্বরের উষ্ণতা নিজের শরীরে নিতে চাওয়া বা খুব যত্ন করে বলে যাওয়া You are the coloure of my blood এসব কিছুই মিথ্যা হতে পারে, তা যত দ্রুত বুঝবেন ততই আপনার জন্য মঙ্গল, নয়তো এমন নিঃসঙ্গ আবদ্ধ ঘরে জীবন্ত লাশ হয়ে দিনের পর দিন পরে থাকবেন তাতে কোন লাভ হবে না।
“বেঁচে থাকার শক্তি নেই
মরে যাওয়ার সাহস নেই”
এমন পরিস্থিতি বুকে নিয়ে যারা ধুকে ধুকে মরছেন তাদেরকে বলি মানসিক ট্রমা থেকে বের হয়ে পড়েন। নিজের কনফিডেন্সের লেবেলটাকে বড় করুন। দেখবেন আস্তে আস্তে নিজেকে অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে। তা- নয়লে অতি দ্রুত আপনি অসুস্থ হয়ে পড়বেন। সুস্থ থাকার জন্য অসুস্থ সম্পর্ক/ পরিবেশ থেকে বের হওয়া দরকার।
মনে রাখবেন বয়স কিন্তু পঞ্চাশ ছাড়িয়ে গেছে, এখন নয় তো! আর কখন!!!!

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন