প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বিধবা মানেই শেষ নয়, এটা এক নতুন শুরুর নাম

কলমে: তাম্মি

একজন নারী যখন বিধবা হন, সমাজ তাকে যেনো অদৃশ্য করে দেয়। হাসা নিষেধ, সাজা নিষেধ, বাঁচাও যেনো নিষেধ! অথচ তিনি একজন মানুষ—আবেগ আছে, স্বপ্ন আছে, জীবনের প্রতি ভালোবাসা আছে।
স্বামীকে হারানোর বেদনা তাঁর হৃদয়ে অম্লান, কিন্তু সেই ক্ষত নিয়ে বাকি জীবনটা একা লড়াই করাটাও তো কম সাহসের নয়।
কেউ তাকে করুণা করে দেখে, কেউ আবার নানা নিয়মে বেঁধে রাখে। কিন্তু বিধবা হওয়া অপরাধ নয়—এটা জীবনের এক কঠিন অধ্যায়, যা তাকে আরও দৃঢ়, আরও সাহসী করে তোলে।
তাঁদের প্রতি সহানুভূতির পাশাপাশি প্রয়োজন সম্মান, সমর্থন ও ভালোবাসা। বিধবা নারীদের জীবনও আলোয় ভরা হতে পারে—শুধু দরকার আমাদের দৃষ্টিভঙ্গির বদল।
বিধবা নারীও মানুষ—তাঁরও আছে নতুন করে বাঁচার অধিকার….

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন