
💔 লালন সংগীতের সম্রাজ্ঞী ফরিদা পারভিন এখন শারীরিক ও আর্থিক সংকটে 💔
জনপ্রিয় লালন সংগীত শিল্পী জনাবা ফরিদা পারভিন দীর্ঘদিন ধরে আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করে আসছেন। তাঁর কণ্ঠে “তোমার নাম যে মুখে আমার” কিংবা “ভেবে দেখো হৃদয় দিয়ে”—এমন অসংখ্য গান আমাদের অন্তরে গেঁথে আছে।
বর্তমানে তিনি গুরুতর অসুস্থতায় ভুগছেন।আল্লাহ যেনো তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এই দোয়া করি।