প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

পাকিস্তানি তারকাদের নিয়ে কড়া সিদ্ধান্ত নিল ভারত

ইউ বি টিভি ডেস্ক

ভারতে ফের কঠোর অবস্থান নিল কেন্দ্র সরকার। সাময়িকভাবে আনব্লক হওয়া পাকিস্তানি তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো নতুন করে ব্লক করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি কিছু পাকিস্তানি অভিনেতা, প্রাক্তন ক্রিকেটার এবং বিনোদনমূলক প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট ভারতে দেখা যাচ্ছিল। তবে বিষয়টি জনসমক্ষে আসতেই দ্রুত ‘জরুরি অভ্যন্তরীণ পর্যালোচনা’র পর পুনরায় সেগুলোকে ব্লক করে দেওয়া হয়।
এই তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, বিনোদন প্ল্যাটফর্ম হাম টিভি, এআরওয়াই ডিজিটালসহ বহু তারকার ইনস্টাগ্রাম, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। জুলাই মাস থেকেই এগুলো ভারত থেকে অ্যাক্সেসযোগ্য হয়ে উঠেছিল, যদিও এর আগে পেহেলগামে হামলার পর সেগুলো ব্লক করা হয়েছিল।
সরকারি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ১৮ হাজারের বেশি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।
ভারতের দাবি, পেহেলগামে পাকিস্তানের মদদে হামলা হয়েছে, আর এতে পাকিস্তানি তারকারা ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতি ও সামরিক পদক্ষেপের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন, মূলত তাদের অ্যাকাউন্টই এই তালিকায় রয়েছে।
পাকিস্তানি তারকাদের মধ্যে বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফরদের মতো একাধিক শিল্পীরা। তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ ভারতে নিষিদ্ধ করা হয়। এরপর অভিনেতা দিলজিত দোসাঞ্জের সঙ্গে ভারতের একটি সিনেমায় কাজ করেছিলেন হানিয়া আমির। সেখানে তাকে নিষিদ্ধ করা হয়, দিলজিতের ওপর দেওয়া হয় আলাদা চাপ।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন