
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের কলাকোপা গ্রামে জন্ম নিয়েছিল এক ইতিহাস, আর সেই ইতিহাসের ধারাবাহিকতায় এখন রাজনীতির ময়দানে যে কজন নির্ভীক সৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতি অবিচল আস্থা রেখেছেন—তাঁদের একজন হলেন উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের চাকলা গ্রামের সন্তান মোঃ শহিদুল ইসলাম রতন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, গাবতলী উপজেলা বিএনপির সদস্য, বৃহত্তম বগুড়া সমিতি ঢাকার কার্যনির্বাহী সদস্য, এবং দৈনিক পীরগাছা সংবাদ পত্রিকার প্রধান উপদেষ্টা। সমাজ, রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনে একাধিক দায়িত্ব পালন করে আসছেন এই নিবেদিতপ্রাণ নেতা।
—
৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনের মহানায়ক
জাতীয়তাবাদী আন্দোলনের একটি গর্বিত অধ্যায় ৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলন। সেই আন্দোলনের সম্মুখ সারির একজন মহানায়ক ছিলেন মোঃ শহিদুল ইসলাম রতন। স্বৈরাচারী সরকারের দমন-পীড়ন সত্ত্বেও তিনি বারবার মাঠে ছিলেন, নেতৃত্বে ছিলেন, এবং বারবার নির্যাতনের শিকার হয়েও পিছু হটেননি আদর্শ থেকে।
—
রাজনীতি ছাড়াও বহুমাত্রিক নেতৃত্ব
শুধু রাজনীতির ময়দানে নয়—সাংবাদিকতা, সামাজিক সেবা, সংস্কৃতি ও প্রযুক্তির মাঠেও শহিদুল ইসলাম রতনের অবদান স্পষ্টভাবে দৃশ্যমান। তরুণ সমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করছেন। জাতীয়তাবাদী প্রযুক্তি দলের মাধ্যমে দেশের প্রযুক্তিপ্রেমী তরুণদের দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন নিরবচ্ছিন্নভাবে।
—
মানবিকতা যেখানে শিরোনাম
গরিব-অসহায় কাউকে রাস্তায় দেখলে নিজে গাড়ি থেকে নেমে তাদের পাশে বসেন, খোঁজ নেন, সাহায্যের হাত বাড়ান—এটাই মোঃ শহিদুল ইসলাম রতনের স্বভাব। তাই শুধু নেতাকর্মীরা নন, সাধারণ মানুষও তাঁর মানবিকতা ও আন্তরিকতায় আকৃষ্ট।
—
সবার আপনজন ও কর্মীদের প্রেরণার উৎস
সাংবাদিক সমাজ হোক, রাজনৈতিক কর্মসূচি হোক বা সামাজিক অনুষ্ঠান—প্রতিটি ক্ষেত্রেই শহিদুল ইসলাম রতনের উপস্থিতি অনিবার্য। তিনি নেতাকর্মীদের অনুপ্রাণিত করেন, তাদের পাশে থাকেন, পথ দেখান। তাঁর নেতৃত্ব আজ একটি চেতনার নাম।
—
উপসংহার
উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের চাকলা গ্রামের এই গর্বিত সন্তান মোঃ শহিদুল ইসলাম রতন রাজনীতি, সমাজসেবা, সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের এক উজ্জ্বল প্রতীক। জাতীয়তাবাদী চেতনার এই সৈনিক প্রমাণ করে দিয়েছেন—সত্যিকারের নেতৃত্ব আসে আদর্শ, ত্যাগ ও ভালোবাসা থেকে।