প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

প্রকাশিত সংবাদে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোঃ রেজাউল হক

আমি, মোঃ রেজাউল হক, প্রোঃ আল নাজ মেডিক্যাল স্টোর, গোদাপাড়া বাজার, বগুড়া সদর, বগুড়া। আমি দীর্ঘদিন যাবত উক্ত স্থানে ব্যবসা করে আসছি। জনাব আব্দুল জলিল দুদু মিয়ার নিকট হতে আজ থেকে প্রায় আট বছর পূর্বে একটি দোকানঘর পজিশনে ক্রয় করি এবং সেখানেই আমি আমার ব্যবসা পরিচালনা করে আসছি।

কিন্তু দুঃখজনকভাবে গত কয়েকদিন ধরে জনাব দুদু মিয়ার নাতি জামাই আমার বৈধ পজিশনকৃত দোকানঘরটি দখলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছেন। একই সঙ্গে তিনি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে “ভাড়াটিয়া” হিসেবে উপস্থাপন করে মিথ্যা, ভিত্তিহীন এবং মানহানিকর সংবাদ প্রচার করছেন।

আমি “দৈনিক সকলের খবর” পত্রিকায় প্রকাশিত এই ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমের কাছে অনুরোধ জানাচ্ছি যেন ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের খবর প্রকাশ না করা হয়। সেই সঙ্গে সাধারণ জনগণকে অনুরোধ করব—এসব ভুয়া সংবাদের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য।

মোঃ রেজাউল হক
প্রোঃ আল নাজ মেডিক্যাল স্টোর
গোদাপাড়া বাজার, বগুড়া সদর

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন