প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সাংবাদিকের অধিকার: শব্দের শাণিত তরবারি

✍️ মোঃ আশিকুর সরকার (রাব্বি) -সাংবাদিক ও মানবাধিকার কর্মী (রংপুর বিভাগ)

✍️সাংবাদিকের অধিকার: শব্দের শাণিত তরবারি!✍️
1. আমরা কলম ধরি, কিন্তু কাপুরুষ নই।
— সত্যের জন্য কলম তুলে নিই, প্রয়োজনে আগুন হই!
2. সাংবাদিক প্রশ্ন করে, বিদ্রোহ নয় — জবাব চায়!
— প্রশ্ন করাই অপরাধ হলে, ইতিহাসে আর সত্য থাকবে না।
3. সংবাদের গলা চেপে ধরা মানে মানুষের চোখ বন্ধ করা।
— সংবাদ থামালে সমাজ অন্ধ হয়ে পড়ে।
4. যে সমাজ সাংবাদিককে ভয় পায়, সে সমাজই সবচেয়ে বেশি কিছু লুকায়।
— ভয় নয়, সত্যের মুখোমুখি হও!
5. আমরা বিরোধী না, দায়িত্ববান।
— সরকারের আয়নাই যদি ভেঙে ফেলো, মুখটা কোথায় দেখবে?
6. সাংবাদিকতা লাইসেন্স নয়, এটি একটি দায়িত্ব।
— আমরা কারো পেটুক PR না, আমরা জনগণের প্রতিনিধি!
7. হুমকি দিয়ে সত্য চাপা যায় না।
— যত চাপ, তত প্রতিবাদ!

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন