
✍️সাংবাদিকের অধিকার: শব্দের শাণিত তরবারি!✍️
1. আমরা কলম ধরি, কিন্তু কাপুরুষ নই।
— সত্যের জন্য কলম তুলে নিই, প্রয়োজনে আগুন হই!
2. সাংবাদিক প্রশ্ন করে, বিদ্রোহ নয় — জবাব চায়!
— প্রশ্ন করাই অপরাধ হলে, ইতিহাসে আর সত্য থাকবে না।
3. সংবাদের গলা চেপে ধরা মানে মানুষের চোখ বন্ধ করা।
— সংবাদ থামালে সমাজ অন্ধ হয়ে পড়ে।
4. যে সমাজ সাংবাদিককে ভয় পায়, সে সমাজই সবচেয়ে বেশি কিছু লুকায়।
— ভয় নয়, সত্যের মুখোমুখি হও!
5. আমরা বিরোধী না, দায়িত্ববান।
— সরকারের আয়নাই যদি ভেঙে ফেলো, মুখটা কোথায় দেখবে?
6. সাংবাদিকতা লাইসেন্স নয়, এটি একটি দায়িত্ব।
— আমরা কারো পেটুক PR না, আমরা জনগণের প্রতিনিধি!
7. হুমকি দিয়ে সত্য চাপা যায় না।
— যত চাপ, তত প্রতিবাদ!