প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

স্টোকসের নতুন অভিজ্ঞতা

ইউ বি টিভি ডেস্ক

মোহাম্মদ সিরাজের শর্ট ডেলিভারির জবাব খুঁজে পেলেন না বেন স্টোকস। তার ব্যাট ছুঁয়ে বল জমা পড়ল কিপারের গ্লাভসে। টেস্ট ক্যারিয়ারে বিরল এক অভিজ্ঞতা হলো ইংল্যান্ড অধিনায়কের।
এজবাস্টন টেস্টের তৃতীয় দিন পরপর দুই বলে জো রুট ও স্টোকসকে আউট করেন ভারতীয় পেসার সিরাজ। স্টোকস ফেরেন শূন্য রানে।
টেস্ট ক্যারিয়ারে আগেও ১৫ বার শূন্য রানে আউট হয়েছিলেন স্টোকস। তবে প্রথম বলে আউট হলেন তিনি এবারই প্রথম, ক্রিকেটের পরিভাষায় যাকে বলে ‘গোল্ডেন ডাক।’
২০২তম ইনিংসে এসে এই তেতো স্বাদ পেলেন ৩৪ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার।
এর আগে তিনি সবচেয়ে কম ২ বলে শূন্য রানে আউট হয়েছিলেন তিন দফায়। সবচেয়ে বেশি ১৭ বলে শূন্য রানে আউট হয়েছিলেন ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বারবাডোজ টেস্টে।
ভারতের বিপক্ষে টেস্টে স্টোকসের বিবর্ণ পথচলা দীর্ঘ হলো আরও। দলটির বিপক্ষে এখন পর্যন্ত ৪৩ ইনিংসে তার ১ হাজার ২৫ রান স্রেফ ২৪.৪০ গড়ে।
ভারতের বিপক্ষে অন্তত এক হাজার রান করা ৫৩ ব্যাটসম্যানের মধ্যে সর্বনিম্ন ব্যাটিং গড় এটিই। ৩০ এর নিচে গড় নেই স্টোকস ছাড়া আর কারো।
৩১.২৩ গড় নিয়ে তালিকার দুই নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৩৯ ইনিংসে ১ হাজার ২১৮ রান)। ৩১.৫২ গড় নিয়ে তিনে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো (৪২ ইনিংসে ১ হাজার ২৬১ রান)।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন