প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

কাঠালিয়ায় ছাত্রদল নেতার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

কাঠালিয়া সংবাদদাতা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত মিজানুর রহমান (রাসেল) মুন্সী-এর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪ টায় কাঠালিয়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে কাঠালিয়া উপজেলা শাখা ছাত্রদল এ স্মরণ সভার আয়োজন করে।

এ শোক সভায় প্রধান ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত।

বিশেষ অতিথি ছিলেন, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান আকন, সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম খোকন, শৌলজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান (ফুল), মালয়েশিয়া শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি গোলাম কবির প্রমূখ।

সভায় বক্তারা প্রয়াত রাসেল মুন্সীর রাজনৈতিক জীবন, দলের প্রতি তার অঙ্গীকার ও ত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “রাসেল ছিলেন একটি রাজনৈতিক পরিবারের সন্তান। পারিবারিক পরিবেশ থেকেই তিনি রাজনীতির শিক্ষা নেন। দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্র অনুসরণ করে তিনি একজন নিবেদিত প্রাণের নেতা হিসেবে গড়ে ওঠেন। কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন নির্যাতিত ও ত্যাগী এক সহযোদ্ধা। আমরা আজ এমন একজন সহকর্মীকে হারিয়ে গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

এ সভায় কাঠালিয়া উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন, ছাত্রদলের সাবেক ও বর্তমান কর্মীরা উপস্থিতি ছিলেন।

শোক সভা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন