প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশেও PR পদ্ধতি চালু হোক?

ইউ বি টিভি ডেস্ক

চলমান পদ্ধতিতে ৩৩% ভোট পেয়ে ক্ষমতায় যাওয়া আর ৩৬% ভোট পেয়ে ৫৭ আসন নিয়ে বিরোধী দলে বসার নজীর কিন্তু বাংলাদেশে আছে।
PR জার্মান, নরওয়ে, অস্ট্রেলিয়া, নেপালসহ( আংশিক) বহুদেশেই পিআর পদ্ধতি বিদ্যমান।
🗳️ PR পদ্ধতি মানে কী?
PR (Proportional Representation) মানে হলো — যত ভোট, তত আসন।
এই পদ্ধতিতে, মানুষ একজন প্রার্থীকে নয়, একটি দলকে ভোট দেয়।
যে দল যত বেশি ভোট পায়, তারা তত আসন পায় সংসদে।
🎯 উদাহরণ:
একটি সংসদে ১০০টি আসন আছে।
দল A পায় ৪০% ভোট → পাবে ৪০টি আসন
দল B পায় ৩০% ভোট → পাবে ৩০টি আসন
দল C পায় ৩০% ভোট → পাবে ৩০টি আসন
📌 এই পদ্ধতির সুবিধা:
✅ ভোট নষ্ট হয় না
✅ ছোট দলগুলোও সুযোগ পায়
✅ জনগণের রায় ঠিকভাবে সংসদে দেখা যায়
🟢, PR পদ্ধতিতে নির্বাচন হলে সব দলের ও সবার মতামত সংসদে জায়গা পায়।
এটাই গণতন্ত্রের সুন্দরতা।
প্রশ্ন: আপনি কী চান বাংলাদেশেও PR পদ্ধতি চালু হোক?

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন