
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ২নং বারুহাস ইউনিয়নে VWB (ভালনারেবল উইমেন বেনিফিট) কার্ড নিয়ে গরিব দুঃখী নারীদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, এই কার্ড গুলো টাকার বিনিময়ে একটি নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে বিতরণ করা হচ্ছে, যা সরকারের মানবিক সহায়তা কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করছে।
সরকার প্রতিবছর দরিদ্র ও অসহায় নারীদের সহায়তার জন্য এই কার্ডের মাধ্যমে চাল সরবরাহ করে থাকে। কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি এবং দায়িত্বপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তাদের যোগসাজশে এই কার্ড গুলো বিক্রি করা হচ্ছে, যার ফলে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন।
এই সিন্ডিকেট ভেঙে সঠিক পদ্ধতিতে লটারির মাধ্যমে ফ্রিতে এই কার্ড গুলো বিতরণ করার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। পাশাপাশি সাংবাদিকদের সাহসী ভূমিকা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের তদারকির মাধ্যমে এই দুর্নীতি রোধের আহ্বান জানানো হয়েছে।
গরিবের হক বেহাত নয়—সেই নিশ্চয়তা দিতে হবে প্রশাসনকে। স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবিলম্বে পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।