
তিনি আমার গৌরব, তিনি আমার অহংকার,,, পৃথিবীতে এমন কিছু মানুষের দোয়া পেয়েছি তার মধ্যে তিনিই শ্রেষ্ঠ। আল্লাহ পাক উনাকে সুস্থ রাখুন এবং উনার লক্ষ্যে পৌঁছে বাংলার সাধারণ জনগণের তথা অবহেলিত নারী, পুরুষের, শিশুর সুরক্ষা নিশ্চিত করণে অভাবনীয় ভূমিকা রাখার তৌফিক দান করুন,সেই সাথে আমাদের মতো মধ্য বিত্ত পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা আনায়ন হোক,,,দোয়া রাখি।
😘আল্লাহ পাক কিছু কিছু মানুষকে মানুষের উসিলা করে দেন,তিনিও যেনো উসিলা হয়ে এই ধরণীতলে ভালো কিছু হোক,,,,,নয় রাজনীতি, নয় রেষারেষি, নয় হানাহানি। মানবতার ফেরিওয়ালাকে জানাই বিনম্র শ্রদ্ধা 💚💚