
তোমাকে ভালোবাসা যদি অন্যায় হয়…,
তাহলে তো এই পৃথিবীতে-
দুপুরের ক্ষরা রোদে স্নিগ্ধ দক্ষিণা বাতাস সাথে কোকিলের ডাক,
গোধূলি বেলায় রাখালের বাশিঁ,
সকালের শিশির ভেজা ঘাস,
নদীর পাড়ের দমকা হাওয়া সাথে দোল খাওয়া ধান ক্ষেত,
বৃষ্টি শুরুর আগের আকাশ কালো করা মেঘ,
রেশমি চুড়ির ঝনঝন শব্দ,
মেঘ গর্জন বৃষ্টিতে রিক্সার হুট ফেলে ঘোরা,
রাতের খোলা আকাশে হাজার তারার মেলা দেখা
এই সব কিছু কে ভালোবাসা আমার জন্য অন্যায়!!