
সিনেমার কল্পকাহিনী নয়। চীন বানিয়ে ফেলেছে মশার মতো অতি ক্ষুদ্র ড্রোন।
সম্প্রতি চীনের National University of Defense Technology–এর বিজ্ঞানীরা এই ‘ন্যানো ড্রোন’–টি প্রকাশ্যে এনেছেন, যার নকশা, গঠন এবং গতি প্রকৃতি একেবারে একটি জীবন্ত মশার মতোই।
এর চোখে-মুখে লুকানো আছে ক্যামেরা, মাইক্রোফোন এবং নজরদারি যন্ত্র।
এই ড্রোনটির শরীর কালো, পাখাগুলো পাতার মতো এবং পা এতটাই পাতলা যেন চুলের মতোই সরু।
এটি এত ছোট যে খালি চোখে দেখাও মুশকিল, এতে ব্যবহার করা হয়েছে স্টিলথ প্রযুক্তি যেটা রাডার সিস্টেমও সহজে ধরতে পারে না।
অথচ, এর ভেতরে লুকিয়ে আছে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা, শব্দ রেকর্ডার এবং এমনকি ইলেকট্রনিক সিগন্যাল ধরার প্রযুক্তিও!
শুধু গুপ্তচরবৃত্তি বা নজরদারিই নয়, এই ড্রোন ভবিষ্যতে আরও ভ’য়ঙ্কর উদ্দেশ্যে ব্যবহার হতে পারে বলেও আশঙ্কা করছেন নি’রাপত্তা গবেষকরা।
এই কারণেই এটি এখন বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে।
তবে চীন যে প্রযুক্তিগত দিক থেকে অনেকে এগিয়ে গেছে এটা মানতেই হবে।