
বোকার সাথে কখনো বন্ধুত্ব করবেন না,
কারণ সে আপনার উপকার করার চাইতে ক্ষতি করবে বেশি।
কৃপণের সাথেও কখনো বন্ধুত্ব করবেন না,
কারণ সে আপনার বিপদের দিনে পাশে থাকবে না।
স্বার্থপর লোকের সাথে কখনো বন্ধুত্ব করবেন না,
কারণ সংকটময় অবস্থায় আপনার উপর দোষ চাপিয়ে সে চলে যাবে।
কোনো পরনিন্দাকারীর সাথে বন্ধুত্ব করবেন না,
কারণ সে তার নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে।