প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

মহানায়ক উত্তম কুমার

অশোক বসু

একদিন মহানায়ক উত্তম কুমারের বাড়িতে ক্লাস সেভেন এর একটি ছেলে এসেছিল। মেদিনীপুর জেলার একটি গ্রাম থেকে। তাকে গ্রামের কেউ একজন বলেছিল, এই ঠিকানায় এসে আবেদন করলে তার পড়ার খরচ পেয়ে যাবে। ছেলেটি সরাসরি চলে এসেছিল উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে। উত্তম কুমারের হয়ে এই ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচ দেওয়ার ব্যাপারটা অনেকটা দেখতেন সুনীল রায়চৌধুরী । সেদিনও ছেলেটি এসে সুনীল বাবুর কাছে আর্জি জানিয়েছিল।
সুনীলবাবু তাকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা, হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে চিঠি লিখিয়ে এনেছো কি? ছেলেটি বলেছিল, না। হেডমাস্টারমশাইয়ের সঙ্গে তার কোন কথা হয়নি। পাড়ার এক কাকু তাকে ঠিকানাটা দিয়ে আসতে বলেছিল। তাই সে সরাসরি চলে এসেছে। সুনীলবাবু বললেন, কিন্তু বাবা হেডমাস্টার মশাইয়ের চিঠি ছাড়া আমরা তো কিছু করতে পারবো না। আমাদের তো একটা নিয়ম মেনে চলতে হয়। তুমি আজ ফিরে যাও গিয়ে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করে বল একটা চিঠি লিখে দিতে। তারপর সেটা নিয়ে কাল চলে এসো। হয়ে যাবে, কোনও অসুবিধা হবে না ।
ছেলেটি আকুল হয়ে সুনীল বাবুকে বলল, আসতে যেতে অনেক গাড়ি ভাড়ার খরচ। আমার মা অন্য লোকের বাড়ি ধান ভাঙার কাজ করে । আমার মায়ের পক্ষে তো আর একবার গাড়ি ভাড়া দেওয়া খুব কঠিন। ছেলেটি যখন বারবার আকুতি জানাচ্ছে, তখন উত্তম কুমার ভেতরের ঘরে বসে সব শুনছিলেন। ঘরের থেকেই বললেন, সুনুদা ছেলেটাকে ভেতরে নিয়ে এসো তো। সুনীল বাবু ছেলেটিকে নিয়ে ভেতরে আসতে উত্তম কুমার বললেন তোমার মা এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে পাঠিয়েছেন। কেন? তোমার বাবা নেই ? ছেলেটি মুখ নিচু করে বলেছিল, আছে। কিন্তু আমাদের কাছে থাকে না। আরেকজন মাকে বিয়ে করে অন্য জায়গায় থাকে। আমি তার কাছে কোনদিনও যাইনি। মা যেতে দেয় না। উত্তম কুমার জিজ্ঞাসা করেছিলেন, তোমার স্কুলের মাইনে কে দেয়? ছেলেটি বলেছিল, আমার স্কুলে মাইনে লাগে না। আমি ক্লাসে ফার্স্ট হইতো তাই। ছেলেটির কথা শুনে কিছুক্ষণ থম মেরে বসে রইলেন উত্তম কুমার। তারপরে বললেন, তুমি একটু বসো। আমি আসছি। কিছুক্ষণ পরে একটা খামের মধ্যে কিছু টাকা এনে দিলেন। খামটা ছেলেটির হাতে দিয়ে বললেন, তোমাকে কাল আর হেডমাস্টারমশাইয়ের চিঠি নিয়ে আসতে হবে না। সামনের বছর রেজাল্ট বেরোনোর পর আবার এখানে চলে এসো।
পর্দার বাইরে এই মহানায়ককে আমরা কতজন চিনি ?
মহানায়ককে আমাদের শ্রদ্ধাঞ্জলি 🙏 🙏 🙏

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন