প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

টাটকা শাকসবজির জীবনঘনিষ্ঠ গল্প

এম এ সিদ্দিক - খাগড়াছড়ি জেলা

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার প্রাণকেন্দ্র মাটিরাঙ্গা পৌর বাজারে প্রতিদিন একটি পরিচিত দৃশ্য চোখে পড়ে-টাটকা শাকসবজি, মৌসুমি ফলমূল ও পাহাড়ি খাদ্যপণ্যে ভরে যায় বাজারের প্রতিটি কোণা। এই সবজিগুলো পাহাড়ি জনপদের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে আসেন স্থানীয় জাতিগোষ্ঠীর মানুষরা, যারা দীর্ঘদিন ধরে কৃষিকাজ ও ছোটখাটো ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন।

পাহাড়ের প্রাকৃতিক ও দূষণমুক্ত পরিবেশে চাষকৃত এসব সবজি যেমন স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর, তেমনি স্বাদেও অনন্য। প্রতিদিন বাজারে এসব পণ্য বিক্রি করে আয় করেন অসংখ্য পরিবারের সদস্যরা। অনেকে এই আয়ে তাঁদের সন্তানদের পড়াশোনা চালাচ্ছেন, সংসার পরিচালনা করছেন, আবার কেউ কেউ ছোট পরিসরে হলেও ব্যবসাকে বড় করার স্বপ্ন দেখছেন।

এভাবে স্থানীয় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার মাধ্যমে শুধু ব্যক্তি বা পরিবারের নয়, বরং মাটিরাঙ্গা উপজেলার ক্ষুদ্র অর্থনীতিও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। শহরের ভোক্তারা পাচ্ছেন নিরাপদ খাদ্য, আর সরবরাহকারীরা পাচ্ছেন সম্মানজনক উপার্জনের পথ।

এই মানুষগুলোর নিরলস পরিশ্রম, সততা ও ভূমিপ্রেম মাটিরাঙ্গার বাজার ব্যবস্থাকে যেমন সমৃদ্ধ করছে, তেমনি তুলে ধরছে পাহাড়ি জনজীবনের একটি মানবিক ও প্রেরণাদায়ক দিক।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন