
ফেসবুক ভিডিওতে ইনকাম বন্ধ হওয়ার খবর সত্য না। মূলত ইন-ইস্ট্রিম ভিডিও অপশন থাকবে না। আগামী মাস থেকে ফেসবুক সকল ভিডিও রিল হিসেবে দেখাবে। কনটেন্ট মনিটাইজেশনে সকল কনটেন্ট (রিল (ভিডিও), ছবি, টেক্সট) মনিটাইজেশন থাকবে। এখন যেমন ভিডিও আর রিল আলাদা আপলোড হয় তখন যে ভিডিওই আপলোড করবেন তা রিল হয়ে যাবে। পার্থক্য এটাই। আপনার সকল ভিডিও থেকে রিল হিসেবে আয় আসবে।