প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

তোমায় ভালবাসি

সুজন মাহামুদ খান

তোমায় ভালবাসি বলে প্রিয়া
তোমাকে দেখার জন্য
আমিই হয়েছি বণ্য,
শুধুই তোমাকে দেখে ভালবাসি বলে প্রিয়া।
সেই তুমি প্রিয়া
আমায় বিনাকারণে ব্যাথা দিয়া,
অন্য ছেলেকে নিয়া,
প্রেম ভালবাসার ঘর বাধিলে গহীন বালুচরে।
ভালবাসা এতো ভাল নয়
প্রিয়া তোমায় ভালবেসে,
তা মনে হয় ।
তোমায় ভালবাসি বলে প্রিয়া
আজও নির্ঘুম তুমায় ভাবি,
ভাবে মন অকারণ
সর্বদায় তুমিই আছো
এমনে প্রাণে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন