প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

শাজাহানপুরে গভীররাতে ছু’রিকা’ঘা’তে যুবক খু’ন

মোঃ হাফিজুর রহমান বগুড়া

বগুড়া শাজাহানপুর উপজেলার ফটকি ব্রীজ সংলগ্ন হাইওয়ের পাশে দূর্বৃত্তদের ছু’রি’কা’ঘা’তে আনোয়ার হোসেন (৩৫)নামে এক যুবক খু’ন হয়েছেন। সে উপজেলার বেতগাড়ীস্থ রেনেটা লিমিটেডে মার্কেট অফিসার পদে কর্মরত ছিল।

জানাগেছে, তার বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়।সে মাঝিড়াতে স্ত্রী,দুই ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতো। গতকাল রাত ১ টায় অফিস ছুটি হলে সে ভাড়া বাসা মাঝিড়ায় ফেরার পথে কে বা কাহারা তাকে ছু’রি’কা’ঘা’ত করে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ডিউটি অফিসার, মোছা: মুক্তি খাতুন। তিনি বলেন, নি’হ’তের লা’শ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল। ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন