প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহত

স্টাফ রিপোর্টার

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে ইমরান সিদ্দিক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ।

নিহত ইমরান সিদ্দিক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকার শুকুর শেখের ছেলে। এর আগে এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বামনকান্দা নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম।

তিনি জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদীতে ফিরছিলেন ইমরান। পথিমধ্যে বামনকান্দা এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে থাকা রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে দুপুরের দিকে মরদেহটি ময়নাতদন্ত না করার জন্য ইমরানের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন