প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

মানব সেবার নির্ভীক ও দুঃসাহসিক অভিযাত্রী

এস এম সালমান হৃদয় (বগুড়া) প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের আক্রমণ মহামারী রুপ ধারণ করে সমগ্র বিশ্বকে থমকে দিয়েছে। করোনা এতই ভয়ানক যে যার প্রতিষেধক আবিষ্কার হয়নি কিংবা নেই কোন সুনির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা। উন্নত বিশ্বের মত বাংলাদেশও তার আক্রমণ থেকে রেহাই পায়নি,বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের উন্নত চিকিৎসা ব্যবস্থাকেও হার মানিয়ে করোনা তাণ্ডব চালিয়েছে তার নিজস্ব গতিতে। তারই ধারাবাহিকতাই গত ৮ই মার্চ বাংলাদেশে সর্বপ্রথম মানবদেহে করোনা ভাইরাস প্রথম সংক্রমন ধরা পড়ে আইইডিসিআর-এর তথ্য মতে।তারপর গত ২৬শে মার্চ থেকে শুরু হয় লাগাতার লকডাউন।
শুরু হয় ঘরে বন্দি থাকার পালা।লকডাইনে চলতে থাকে কঠিন মুহূর্ত আরে কঠিন মুহূর্ত কে চ্যালেন্জ হিসাবে গ্রহণ করে এই প্রতিকুল অবস্থায় দিনরাত ২৪ ঘন্টা ঘরবন্দী মানুষকে ডোর টু ডোর সেবা দিয়ে গেছেন। বগুড়া শহরের অত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠিত আধুনিক শিক্ষায় দীর্ঘ-২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিভা ক্যাডেট পাবলিক স্কুল কোচিং সেন্টার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নূরানী মোড় ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক । প্রতিটি পদে পরীক্ষিত ভাবে দায়িত্ব পালন করেন মাছুম বিল্লাহ মামুন । কবির ভাষায় বলতে হয় ঐ নতুনের কে তন উড়ে। বাংলাদেশে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে এক নির্ভীক মানবিকতার সাথে কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে নিজেকে উজার করে দিয়েছন। কি দিন কি রাত সমান তালে সেবা দিয়ে গেছেন তার বগুড়া শহরের প্রত্যন্ত অঞ্চল নূরানী মোড়, নিশিন্দারা এলাকাবাসিকে অসহায় মানুষগুলোকে। কখনও হ্যানড স্যানিটাইজার বা মাস্কৃ নিয়ে আবার কখনও হ্মুধার্থদের পাশে খাবার কিন বা বাজার নিয়ে এলাকাবাসির ঘরের দরজায় কড়া নেড়েছেন।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন