প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

বিষ প্রয়োগ করে নদীতে মাছ ধরার অভিযোগ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঢালীর হাট নদীসংলগ্ন এলাকা গাজী বাড়ি সংলগ্ন ছোট খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার অভিযোগ উঠেছে স্থানীয় জামাল খান ও জেবুল রাজা নামে চিহ্নিত দুই ব্যক্তির বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে খালের বিভিন্ন অংশে মৃত মাছ ভেসে ওঠার ঘটনা লক্ষ্য করেন এলাকাবাসী। এতে পরিবেশ ও বড় নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

স্থানীয় এক ব্যক্তি সরোজমিনে বিষ প্রয়োগ করতে দেখলে কারো কাছে না বলার জন্য হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যায়।রাতে চুপিচুপি এই চক্র নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করছে। পরে সেই মাছ বাজারে বিক্রি করায় সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছেন। বিষে শুধু মাছই নয়, জলজ উদ্ভিদ ও অন্যান্য প্রাণীও ধ্বংস হয়ে যাচ্ছে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন