প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ভাঙ্গুড়া মাদ্রাসার নৈশ প্রহরী গণি মোল্লা হত্যার রহস্য উদঘাটন

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় মাদ্রাসার নৈশ প্রহরী ও বৃদ্ধ মরিচ গ্রামের মসজিদের মোয়াজ্জেম গণি মোল্লা হত্যার রহস্য খুব অল্প সময়ের মধ্যে পুলিশ উদঘাটন করেছে। হত্যার ঘটনায় জড়িত ২জন শিশুকে গ্রেফতার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার খানমরিচ ইউনিয়নের বৃদ্ধমরিচ গ্রামের জেলহক প্রামানিকের ছেলে মোঃ হাবিব (১৪), চন্ডিপুর গ্রামের মোঃ আছমত আলীর ছেলে মোঃ আহম্মাদ আলী(১৬)।

গ্রেফতারকৃতরা আদালতে এই ঘটনায় জড়িত থাকার কথা স্বেচ্ছায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তাদের জবানবন্দি থেকে জানা গেছে, আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে নৈশ প্রহরী গণি মোল্লার বেতনসহ অন্যান্য গচ্ছিত টাকা,নেশা জাতীয়দ্রব্য কেনার জন্য হত্যা করে।

সহকারী পুরিশ সুপার (চাটমোহর সার্কেল) মোছাঃ আরজুমা আকতার বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টায় ভাঙ্গুড়া থানায় এক প্রেসব্রিফিং করে একথা জানান।

সহকারী পুলিশ সুপার সাংবাদিকদের আরো জানান, ঘটনার বিষয় জানার পর পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খানের দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার চাটমোহর সার্কেলের তত্ত্বাবধানে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল করিম ও মামলার তদন্তকারী অফিসার মোঃ আল-আমিন হোসেনসহ সঙ্গীয় ফোর্স উক্ত হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ হাবিব ও আহম্মাদ আলীকে গ্রেফতার করা হয়।

প্রেসব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আব্দুল করিমসহ স্থানীয় সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন