
ঈদের দ্বিতীয় দিনে পাঁচ্চর বাজার সংলগ্ন রেললাইনে মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল দেখা গেছে। আনন্দ-উৎসবে মেতে ওঠা উৎসুক জনতা রেললাইনকে পরিণত করেছে হাঁটার পথ ও ছবি তোলার স্থানে। এতে করে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা—এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায়, নারী-পুরুষ, এমনকি শিশুরাও রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি তুলছেন, আড্ডা দিচ্ছেন। কোথাও কোথাও রেললাইনের পাশেই বসেছে অস্থায়ী খাবারের দোকান। অথচ এই লাইনটি ব্যবহার করে প্রতিদিনই চলাচল করে ট্রেন।
স্থানীয় বাসিন্দা ও রেলকর্মীরা জানান, ঈদের সময়টাতে পাঁচ্চর বাজার এলাকায় জনসমাগম বেড়ে যায়। রেললাইন সংলগ্ন হওয়ায় বাজারের একাংশ রীতিমতো রেললাইনের ওপর বিস্তৃত। কিন্তু নিরাপত্তার বিষয়টি কেউই গুরুত্ব দিচ্ছেন না।