প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

পাঁচ্চর বাজার সংলগ্ন রেললাইনে জনসাধারণের ঝুঁকিপূর্ণ ঘোরাফেরা

অপি মুন্সী : শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঈদের দ্বিতীয় দিনে পাঁচ্চর বাজার সংলগ্ন রেললাইনে মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল দেখা গেছে। আনন্দ-উৎসবে মেতে ওঠা উৎসুক জনতা রেললাইনকে পরিণত করেছে হাঁটার পথ ও ছবি তোলার স্থানে। এতে করে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা—এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায়, নারী-পুরুষ, এমনকি শিশুরাও রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি তুলছেন, আড্ডা দিচ্ছেন। কোথাও কোথাও রেললাইনের পাশেই বসেছে অস্থায়ী খাবারের দোকান। অথচ এই লাইনটি ব্যবহার করে প্রতিদিনই চলাচল করে ট্রেন।

স্থানীয় বাসিন্দা ও রেলকর্মীরা জানান, ঈদের সময়টাতে পাঁচ্চর বাজার এলাকায় জনসমাগম বেড়ে যায়। রেললাইন সংলগ্ন হওয়ায় বাজারের একাংশ রীতিমতো রেললাইনের ওপর বিস্তৃত। কিন্তু নিরাপত্তার বিষয়টি কেউই গুরুত্ব দিচ্ছেন না।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও (এম,এস,এস - সমাজ কর্ম)

কর্পোরেট অফিসঃ রাজ্জাক প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা-১২১৭, বার্তা কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন