প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

কোরবানি ঈদকে সামনে রেখে ধামইরহাটে ব্যস্ত সময় পার করছেন কামার সম্প্রদায়

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আযহা। কোরবানির পশু জবাই থেকে শুরু করে মাংস কাটা পযন্ত দরকার ছুরি, চাকু, দা, বঁটি ইত্যাদি। প্রয়োজনীয় এসব জিনিস তৈরিতে তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করছেন ধামইরহাটের কামারগণ।

কোরবানি ঈদকে সামনে রেখে পশু কোরবানির বিভিন্ন লোহার সরঞ্জাম যেমন: দা, বঁটি, চাকু, ছুরিসহ বিভিন্ন ধারালো লোহার জিনিসপত্র তৈরিতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন তারা। কোরবানি ঈদ এলেই এসবের চাহিদা অনেক গুণ বেড়ে যায়।

ধামইরহাটের বিভিন্ন কামারশালা ঘুরে দেখা যায় যে, ওজন ও আকার ভেদে পশুর চামড়া ছাড়ানোর ছুরি ১০০-২০০ টাকা, দা ৫০০-৮০০ টাকা, বঁটি ৪০০-৮০০ টাকা, পশু জবাইয়ের চাকু ৫০০-৮০০ টাকা ও চাপাতি ৮০০- ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদুর কামার বিমল কর্মকার বলেন, “বর্তমানে এই পেশায় আয়ের পরিমাণ কম থাকায় পরিবারের বাকি সদস্যরা অন্য পেশা বেছে নিলেও পূর্বপুরুষদের ঐতিহ্য বজায় রেখে আমি এই পেশার সঙ্গে এখনো যুক্ত রয়েছি। কোরবানি ঈদ এলেই আমাদের ব্যস্ততা অনেক বেড়ে যায়, বাকি সময় অনেকটাই অবসরে কাটে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই পেশা চালিয়ে যাওয়া আমাদের জন্য অনেকটাই কঠিন হয়ে পড়েছে।”

দা মেরামত করতে আসা একজন ক্রেতা, উজ্জ্বল হোসেন বলেন, ” গত বছরের তুলনায় এবছর লোহার এসব জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন দা ও বঁটি না কিনে পুরাতনগুলোই শান দিতে নিয়ে এসেছি।”

 

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন