প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

টেকনাফে ৮০ হাজার ইয়াবাসহ মাদক কারবারী আটক-৩

‎জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার সীমান্ত উপজেলার টেকনাফ ‎ ৪ জুন সকালে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্প এবং (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের সমন্বয়ে চৌকষ অভিযানিক দল ঢাকা ইন্ট এর সার্বিক সহযোগীতায় টেকনাফ সদর ইউপির রাজারছড়া এলাকা হতে দীর্ঘ ১০ ঘন্টার সফল অভিযান চালিয়ে ৮০হাজার পিস ইয়াবাসহ রাজার ছড়ার আব্দুল আমিনের পুত্র নজির আহম্মদ (৪৮), আব্দুল জলিলের পুত্র জাকির হোসেন (৪৭) এবং মৃত কাশেমের পুত্র মোঃ হাসান আলী(৪৮) কে গ্রেফতার করতে পারলেও আরো ১জন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়।
‎
‎ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন পন্থায় অবৈধভাবে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
‎
‎কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানান, এই সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন।
‎

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন