
বিশিষ্ট প্রশাসক ও উন্নয়ন পরিকল্পনাবিদ ড. এম আসাদুজ্জামান আজ সকালে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জনাব শরিফউদ্দিনের বড় ভাই, বিশিষ্ট প্রশাসক ও উন্নয়ন পরিকল্পনাবিদ ড. এম. আসাদুজ্জামান-এর ইন্তেকালে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
ড. আসাদুজ্জামান ছিলেন একজন গুণী, নিষ্ঠাবান ও দূরদর্শী প্রশাসক। দেশ ও জাতির উন্নয়ন পরিকল্পনায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।