প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

লাল গালিচায় জাহ্নবী কাপুর

ইউ বি টিভি ডেস্ক

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর প্রথমবারের মতো পা রাখলেন কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়। ৭৮তম আসরে ‘হোমবাউন্ড’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে রেড কার্পেটে হাঁটেন তিনি। আর সেখানেই তার উপস্থিতি যেন মনে করিয়ে দিলো শ্রীদেবীকে—দর্শকদের আবেগে ছিল এমনই প্রতিক্রিয়া।

জাহ্নবী এদিন পরেছিলেন ফ্যাশন ডিজাইনার তারুণ তাহিলিয়ানির তৈরি এক বিশেষ পাউডার পিং করসেট ও স্কার্ট গাউন। তার স্টাইল ও উপস্থিতিতে ছড়িয়ে পড়ে এক রাজকীয় সৌন্দর্য, যা দর্শকদের শ্রীদেবীর স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়।

এই আয়োজনে জাহ্নবীর রূপসজ্জার নেপথ্যে ছিলেন তার কাজিন এবং নামকরা স্টাইলিস্ট রিয়া কাপুর। জাহ্নবীর সাজে ছিল একটি পাতলা ড্রেপ, যা মাথার উপরে ছড়িয়ে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া এনে দেয়। তার সঙ্গে মুক্তার গয়না পুরো লুকটিকে দেয় এক অনন্য আভিজাত্য ও শালীনতা।

সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীর ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় ভক্তদের প্রশংসার বন্যা। একজন মন্তব্য করেন, “শ্রীদেবীর প্রতিচ্ছবি যেন দেখা গেল জাহ্নবীর মধ্যে।” আরেকজন লিখেন, “মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে যেন কানের লাল গালিচায় ফিরে এলেন শ্রীদেবী, জাহ্নবীর মধ্য দিয়ে।”

এই বিশেষ মুহূর্তে জাহ্নবীর সঙ্গে ছিলেন অভিনেতা ইশান খট্টর, নির্মাতা করণ জোহর, অভিনেতা বিশাল জেঠওয়া এবং নির্মাতা নীরজ ঘেওয়ান। সবাই মিলে ‘হোমবাউন্ড’ সিনেমার বিশ্বপ্রিমিয়ারে অংশ নেন।

জাহ্নবীর এই কান অভিষেক শুধু তার ক্যারিয়ারের জন্য নয়, শ্রীদেবীকে স্মরণ করার এক আবেগঘন মুহূর্ত হিসেবেও রয়ে গেল সিনেমাপ্রেমীদের মনে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন