প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ভাঙ্গুড়ায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

নির্বাহী সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ

পাবনার ভাঙ্গুড়ায় চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত (ওয়ারেন্টভুক্ত) আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের বৃদ্ধমরিচ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন ইয়াহিয়া (৪৫)। তিনি খানমরিচ ইউনিয়নের বৃদ্ধমরিচ গ্রামের আজগর আলীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াহিয়ার বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় দায়ের করা সিআর ৯৩/১৮ (ভাঙ্গুড়া) নম্বর মামলায় এনআই অ্যাক্ট, ১৮৮১–এর ১৩৮ ধারায় আদালত ১০ লক্ষ টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে ইয়াহিয়া পলাতক ছিলেন। আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করায় ভাঙ্গুড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াহিয়া দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করে চেক প্রদান করতেন। এসব চেক ব্যাংকে থেকে ডিজঅনার হওয়ায় একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে চাটমোহর থানায় অন্য একটা চেক জালিয়াতি মামলা রয়েছে। এছাড়াও অন্য কোনো মামলা রয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন