
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর বিশ্বমানের না হলে অর্থনীতির গতি আসবে না। তিনি বন্দরকে ‘অর্থনীতির হৃদপি-’ আখ্যা দিয়ে বলেন, উন্নত প্রযুক্তি ও বৈশ্বিক অংশীদারিত্বে দ্রুত উন্নয়ন জরুরি।
চট্টগ্রাম সফরে তিনি বন্দর পরিদর্শন, কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন, হার্ট ফাউন্ডেশন হাসপাতালে জমি হস্তান্তর এবং পানিবদ্ধতা নিরসনে দিকনির্দেশনা দেন। তাঁর মতে, সঠিক পরিকল্পনায় বাংলাদেশ বিশ্ববন্দরে নেতৃত্ব দিতে পারবে।