প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

দীপিকার রাজকীয় প্রত্যাবর্তন

ইউ বি টিভি ডেস্ক

মা হওয়ার পর বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবার ফিরছেন বড় পর্দায়। আর ফিরছেন স্বমহিমায়। আর এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস।
গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তান ‘দুয়া’র জন্ম দেন তিনি। মা হওয়ার পর কিছুদিন বিরতিতে ছিলেন। তবে এবার একের পর এক বড় প্রকল্পে ফিরছেন অভিনেত্রী। শাহরুখ খানের বিপরীতে ‘কিং’ ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন তিনি।

‘স্পিরিট’-এর মাধ্যমে দীপিকা হয়তো মা হওয়ার পর প্রথমবার বড় পর্দায় ফিরছেন। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ২০ কোটি রুপি। যদি এই তথ্য সত্য হয়, তবে এটি হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। একই সঙ্গে এটি তাঁকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের শীর্ষে তুলে দেবে।

এখন পর্যন্ত বলিউডে শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক ১০ থেকে ১৫ কোটি রুপির মধ্যে সীমাবদ্ধ। আলিয়া ভাট, রাশমিকা মান্দানা ও প্রিয়াংকা চোপড়া রয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায়। সেখানে দীপিকার এই ‘২০ কোটির’ দাবি এক নতুন দৃষ্টান্ত তৈরি করবে বলেই মনে করছেন অনেকে।

‘পদ্মাবত’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পিকু’, পাঠান, ‘জওয়ান’ ও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র মতো সুপারহিট ছবির নায়িকা তিনি। প্রতিটি ছবিতে দীপিকার অভিনয় ও পর্দা-উপস্থিতি তাঁকে দর্শকের কাছে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। দীপিকার অতীত ক্যারিয়ার দেখলে এই অঙ্ককে অস্বাভাবিক বলা চলে না।

জানা গেছে, ‘স্পিরিট’ ছবির শুটিং শুরু হবে চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন